adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে ভাইয়ের পাশে সাকার দাফন

gohira_91770ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ছোটভাই সাইফুদ্দীন কাদের চৌধুরীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

সাকা চৌধুরীর জানাজায় ইমামতি করেন ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার পরিচালক এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মুফতি মহিবুল্লাহ বাবুনগরী। এতে অংশ নেন সাকা চৌধুরীর নিকটাত্মীয়সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এর আগে সাকার মৃতদেহবাহী অ্যাম্বুলেন্সটি রাউজানে এসে পৌঁছে সকাল ৯টার দিকে। সকাল পৌনে ৯টার দিকে বাড়িতে পৌঁছান সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তবে সকাল ৮টা ১০ মিনিটে বাড়িতে যান সালাউদ্দিন কাদেরের আরেক ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও তার স্ত্রী দানিয়া খন্দকার।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে গহিরা এওয়াইজেডএম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা আয়োজনের জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়ির উঠানে জানাজা সম্পন্নের অনুমিত দেওয়া হয়।

শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দড়িতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করা হয় শীর্ষ এই যুদ্ধাপরাধীর। পরে রাত দুইটা ৫০ মিনিটে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রাউজানের উদ্দেশ্যে যাত্রা করে। লাশবাহী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া