adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট : কামরুল

1448112989নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। আইএসের সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, বিএনপির যোগসূত্রে বিদেশিদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। এরা প্রকৃতপক্ষে একাত্তরে ঘাতকদের পক্ষের দল। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘দেশ বিরাধী স্থানীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা ও জাতীয় উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা দেশবাসী’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাড. রেজাউল করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ। খাদ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র। তাদের ফাঁসির সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, শুক্রবার বিএনপি যে বক্তব্য দিয়েছে তা প্রমাণ করেছে যে, বিএনপি একাত্তরে ঘাতকদের সমর্থক ও পক্ষের দল। তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। ৭৫ পরবর্তী ঘাতকদের পক্ষে যে অবস্থান ছিল তার কোনো পরিবর্তন হয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া