adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

bankনিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের চার নির্বাহী পরিচালককে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাজুক পরিস্থিতির উন্নয়ন না ঘটায় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মর্যাদার চার কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে।

এর মধ্যে নওশাদ চৌধুরীকে সোনালী ব্যাংকে, আহমেদ জামালকে জনতা ব্যাংকে, নির্মল চন্দ্র ভক্তকে অগ্রণী ব্যাংকে ও আবদুর রহিমকে রূপালী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই কর্মকর্তারা ব্যাংকগুলার পরবর্তী পরিচালনা পর্ষদ সভায় অংশ নেবেন।

এর আগে গত আগস্টে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সাথে বৈঠকে গভর্নর আতিউর রহমান পরিস্থিতির উন্নয়ন না হলে পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে সর্তক করেন। এর তিন মাস না যেতেই গভর্নর পর্যবেক্ষক নিয়োগ দিলেন।

ব্যাংক সুত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয় বিদেশি দাতারা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকেও্ অবস্থার উত্তরণে ব্যবস্থা গ্রহণের তাগাদা ছিল। তাই উপায়ন্ত না দেখে কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দিল।

এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক ও বেসরকারি পাঁচ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদ মর্যাদার ছয়জন পর্যবেক্ষক রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া