adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপরাধী নয়, রাজনৈতিক বিবেচনায় সাকার সাজা : বিএনপি

SALAUDDINনিজস্ব প্রতিবেদক : ‘অপরাধী বিবেচনায় নয়, রাজনৈতিক বিবেচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাজা দেওয়া হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন’ এমন দাবি করেছে বিএনপি।
দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ হওয়ার এক দিন পর দলটির পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হলো।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘২৯ জুলাই আমরা বিএনপির অবস্থান তুলে ধরেছিলাম। আমাদের সেই অবস্থান বহাল আছে। আমরা প্রত্যাশা করেছিলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাবেন। বুধবার তার আইনজীবী বলেছেন, তিনি ন্যায় বিচার পাননি। সালাউদ্দিন কাদের চৌধুরী বারবার বলেছেন তিনি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত নন। যে সময় তিনি দেশে ছিলেন না, তখন তার পক্ষে অপরাধ করা সম্ভব নয়। এর পক্ষে তিনি দালিলিক প্রমাণ আদালতে দিয়েছেন। যে সময় তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিলেন না, পশ্চিম পাকিস্তানে ছিলেন, সেখানে যে পরিবারের সঙ্গে ছিলেন, ওই দেশের বিশিষ্টি ব্যক্তি, বন্ধুবান্ধবদের সাক্ষী মেনে ছিলেন এবং সেই সমস্থ প্রত্যয়ানপত্র আদালতে দিয়েছেন।’
রিপন বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী নন, তিনি অপরাধ করেননি। এ বিষয়ে তিনি বলেছেন, তারপক্ষে দালিলিক প্রমাণও দিয়েছেন। আমরা খুশি হতাম, মানুষ খুশি হত, যদি বিষয়গুলো আমালে নেওয়া হত। তাহলে যে অপরাধ সংঘটিত হয়েছে, সেই সময় তিনি দেশে ছিলেন না এটা প্রমাণ হতে পারতো। আর তা প্রমাণ হলে আজ যে তিনি ফাঁসির আদেশের সš§ুখীন, এই অবস্থায় তাকে নিপাতিত হতে হতো না। এ জন্য আমরা বলেছিলাম, একজন ব্যক্তিকে তার অপরাধের বিবেচনায় সাজা হওয়া উচিত, রাজনৈতিক বিবেচনায় নয়।’
তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ছয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তার এলাকায়। তাকে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠানো হয়েছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কমিটমেন্ট ছিলেন। তিনি একজন পরিচ্ছন্ন, সৎ রাজনৈতিক ছিলেন, তার কমিটমেন্ট ছিল। গণতন্ত্রের প্রশ্নে তিনি আপোষহীন ছিলেন। একজন নিবেদিত মানুষ ছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি, অপরাধ বিবেচনায় না নিয়ে রাজনৈতিক বিবেচনায় নিয়েছে সরকার। তিনি একজন বিরোধী রাজনৈতিক দলের সদস্য ছিলেন। সরকারের বিরুদ্ধে তার কণ্ঠ বিভিন্ন সময় সরব ছিল।’

শিশুকে গুলি করার অপরাধের সঙ্গে জড়িত সরকার দলীয় এমপিকে সংসদ (লিটন) অধিবেশেনে যোগ দেওয়ার জন্য রাজনৈতিক বিবেচনায় জামিন দেওয়া হয়েছে— এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন গ্রেফতার করা হলো তখন তিনি সংসদ সদস্য ছিলেন। সংসদ বহাল ছিল। তিনি স্পিকারের উদ্দেশ্যে লিখিত আবেদন করেছিলেন। কিন্ত সেদিন তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। তিনি বিরোধী দলের সংসদ সদস্য ছিলেন বলেই তাকে সুযোগ দেওয়া হয়নি। আমরা শাসক দলের একজন সদস্যকে দেখলাম সংসদীয় কার্যক্রমে যোগ দেওয়ার জন্য হত্যার উদ্দেশ্যে এক শিশুকে গুলি করার পরও তাকে এ্যালাও করা হলো। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গী স্পষ্ট হয়ে উঠলো- শাসক দলের জন্য এক ধরনের আর বিরোধী দলের জন্য আরেক ধরনের বিচার।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে গিয়ে পার্সিকিউশনের (প্রতিহিংসা) শিকার হয়েছেন। বিএনপি সবসময় মুক্তযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাদের বিচারের পক্ষে। বিএনপির প্রতিষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’

‘বিএনপি মানবতাবিরোধী অপরাধের পক্ষে’ উল্লেখ করে রিপন বলেন, ‘যখন বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয় না, আন্তর্জাতিক মানের হয় না, আন্তর্জাতিক তদন্ত সংস্থা বিচারকার্য নিয়ে যে সমস্ত পর্যবেক্ষণ দিয়েছেন এসব বিষয়গুলো দিয়ে আমাদের মনে হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একজন নাগরিক হিসেবে তার যে নাগরিক অধিকার, মানবাধিকার সেটা তিনি পাননি। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতে তার দাবির পক্ষে যে দালিলিক প্রমাণ, সাফাই সাক্ষীর জন্য আবেদন করেছিলেন সেটা যদি যাচাই-বাছাই এবং ওই সময় যে তিনি দেশে ছিলেন না— সাক্ষীর এই সাক্ষ্য নেওয়া হতো তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পেতে পারতেন। তাহলে হয়তো তাকে ফাঁসির সম্মুখীন হতে হতো না।’
‘মুক্তিযুদ্ধের সময় তিনি দেশে ছিলেন না— সালাউদ্দিন কাদের চৌধুরীর এমন বক্তব্যের সঙ্গে আপনারা এক মত কি না? জবাবে রিপন বলেন, ‘তিনি যেহেতু আমাদের পার্টির নেতা। তিনি যে বক্তব্য দিয়েছেন, অবশ্যই তিনি সত্য বলেছেন। তার ওই বক্তব্যের সমস্ত দালিলিক প্রমাণও দিয়েছেন তিনি। এটাতো কথার কথা নয়। এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও ছিল না।’
যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত সেহেতু তিনি দলের স্থায়ী সদস্য পদে থাকতে পারেন কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এর উত্তর হলো, অত্যন্ত নির্মম পরিহাস।’
দেশের ক্রান্তিকাল ও সংকট বলতে বিএনপি কি বুঝাতে চাচ্ছে— এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘২০১৫ সালে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন, সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি, দুই বিদেশী নাগরিক হত্যাসহ যেসব অমানবিক ঘটনা ঘটছে- এটাকে আমরা ক্রান্তিকাল ও সংকট বলছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, খন্দকার গোলাম আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া