adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া

bangladeshক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। বিশ্বকাপ বাছাইপর্বে দুই লেগে ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলেছে। কিন্তু একটিতেও জয় পায়নি। আজ সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
 
প্রথম লেগে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ গোলে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচেও ফেভারিট অস্ট্রেলিয়া। তারপরও ভালো খেলার প্রত্যাশা করছে বাংলাদেশ। সেটা কী আদৌ পারবে? র‌্যাংকিং কী বলে? র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ৬০তম অবস্থানে। আর বাংলাদেশ ১৮০তম। সকারুরা কতটা কঠিন দল সেটা তো সবারই জানা। তাদের রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। তার উপর এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন তারা।
 
তারপরও ঘরের মাঠে জয়ের আশা করছেন বাংলাদেশ দলের কোচ ফ্যাবিও লোপেজ। ড্র করার প্রত্যাশা করছেন সহ-অধিনায়ক জামাল ভূঁইয়াও। এ বিষয়ে ফ্যাবিও লোপেজ বলেন, ‘তাজিকিস্তান ছিল কঠিন দল। অস্ট্রেলিয়াও তেমনি। কিন্তু আমাদের দরকার তিন পয়েন্ট। তাই ভালো খেলে তিন পয়েন্ট সংগ্রহ করতে চাই।’
 
সহ-অধিনায়ক জামাল ভুইয়া অবশ্য অতটা অবাস্তব চিন্তা করছেন না, ‘কঠিন দল অস্ট্রেলিয়া। তারপরও আমাদের হোম গ্রাউন্ড। আবহাওয়া সম্পর্কেও তাদের হয়তো ততোটা ধারণা নেই। এসব বাড়তি অ্যাডভান্টেজ আমাদের। আমরা যদি নিজেদের সেরা পারফরম্যান্সটা মাঠে দিতে পারি তাহলে তাদের সঙ্গে ড্র করা সম্ভব বলে আমি মনে করি।’
 
অবশ্য নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে এই ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে ফিফার কাছে আবেদন করেছিল অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন। কিন্তু ফিফা সাফ জানিয়ে দেয় বাংলাদেশে এসেই তাদের খেলতে হবে। সে কারণে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। তবে সেটাও দুদিন পরে। তাদের আসার কথা ছিল শনিবার সন্ধ্যায়। কিন্তু তারা বাংলাদেশে এসেছে সোমবার রাতে। মাঝে দুইদিন সিঙ্গাপুরে অনুশীলন ক্যাম্প করে এসেছে। অস্ট্রেলিয়া দলের জন্য চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
 
ফিফা ও এএফসির তালিকাভুক্ত নিরাপত্তাকর্মী ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান অস্ট্রেলিয়া দলকে দেওয়া নিরাপত্তার বিষয়ে বলেন, ‘ফিফার নিয়মানুযায়ী যে নিরাপত্তা একটি ফিফাভুক্ত দলকে দেওয়া হয়, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসা আর্জেন্টিনা ও নাইজেরিয়াকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেটির সঙ্গে সফরকারী অস্ট্রেলিয়ার নিরাপত্তাকে তুলনা করতে পারেন।’
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া