adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নূর হোসেনের কাছে সম্পদের হিসাব চাইল দুদক

nur-hosen-thereport24ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে মঙ্গলবার সম্পদ বিবরণীর এ নোটিশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এ নোটিশ পাঠান। দুদক সূত্রে এ সব তথ্য জানা গেছে।
দুদক সূত্র জানায়, ২০১৪ সালের মে মাসে নূর হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘদিন নূর হোসেন ভারতের কারাগারে বন্দি থাকায় এ অনুসন্ধান কাজ আটকে ছিল। নূর হোসেন দেশে ফিরলে এ অনুসন্ধান কাজ আবারও গতি পায়।

সূত্র আরও জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূর হোসেনের অঢেল সম্পদ রয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বাড়ি, মাছের খামার ও পরিবহন। শিমরাইল মৌজায় ৩৭৩ নম্বর দাগে প্রায় ১১ শতাংশ জমির ওপর সাত কোটি টাকা ব্যয়ে পাঁচ তলা বাড়ি নির্মাণ করেন নূর হোসেন। এ ফ্ল্যাটের উপরে দোতলায় করা হয়েছে ডুপ্লেক্স। নূর হোসেনের মালিকানাধীন নারায়ণগঞ্জ-চিটাগাং রুটে চলাচলকারী এবিএস পরিবহনের লাক্সারি ৩২টি বাস রয়েছে। সম্প্রতি শিমরাইল মৌজার ৭২ ও ৭৩ নম্বর দাগে ১০ শতাংশ জমির ওপর পাঁচ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন তিনি। শিমরাইল মৌজায় ৩১২ নম্বর দাগে ১০ তলা ফাউন্ডেশনের ওপর ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন নূর হোসেন। রসুলবাগে সাড়ে আট কাঠা জমির উপর সাত তলা ভবন নির্মাণ করেছেন তিনি। এ জমির অর্ধৈকই সরকারি। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ মৌজায় ১০ শতাংশ জমিতে সাত তলা ভবন নির্মাণের কাজ চলছে।

নূর হোসেনের মালিকানাধীন রাজধানীর গুলশান-২ এ রয়েছে দুটি ফ্ল্যাট। গুলশান লেকের বিপরীতে তিন হাজার ৬০০ স্কয়ার ফুটের দুটি ফ্ল্যাট রয়েছে তার। এ ছাড়া বনানী ও ধানমণ্ডিতে আরও দুটি ফ্ল্যাট রয়েছে। নূর হোসেনের চারটি গাড়ি রয়েছে। যার মূল্য আট কোটি টাকা। নূর হোসেন কমপক্ষে ৫০ বিঘা জমির মালিক। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ আঁটি মৌজায় দুই বিঘা জমি রয়েছে। ওই মৌজায় ৪২৮ দাগে প্রায় ৩০ শতাংশ জমি রয়েছে তার নামে। 

যার বর্তমান মূল্য আড়াই কোটি টাকা। সানারপাড় এলাকায় সম্প্রতি তিনি চার বিঘা জমি কিনেছেন। নিমাই কসাই এলাকায় শিক্ষক মর্তুজা আলীর স্ত্রী জাহানারার কাছ থেকে ২০ কোটি টাকায় এ জমি কিনেছেন। এখনও এ জমির মূল্য বাবদ ৮০ কোটি টাকা পাওনা আছে জাহানারার। মুক্তিনগরে তার রয়েছে ১৫ কাঠা জমি। নূর হোসেনের শিমরাইলের বাড়ির পেছনে ৪০ বিঘার মতস্য খামার রয়েছে।

১৯৮৫ সালের ট্রাক হেলপার নূর হোসেন ১৯৮৭ সালে ট্রাকের ড্রাইভার। ১৯৯১ সালে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১২ সালে কাউন্সিলর। আর ২০১৪ সালে শত কোটি টাকার মালিক হন নূর হোসেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া