adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শষে হলো চর্তুথ বডিনিগ সম্মলেন

DDdDDডেস্ক  রিপোর্ট :  শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান রিসোর্টে গত ১০-১৪ নভেম্বর অনুষ্ঠিত চতুর্থ বিডিনগ সম্মেলন ও কর্মশালা শেষ হয়েছে। বিডিনগের এ সম্মেলনে ১৫ জন গবেষক তাদের গবেষণা ও প্রযুক্তি বিষয়ক ধারণা উপ¯’াপন করেন। কর্মশালায় টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য মাল্টি প্রটোকল লেভেল সুইচিং (এমপিএলএস) টেকনোলজি এবং ক্লাউড কম্পিউটিং ও লিনাক্স শেল প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির সম্মেলন সম্পর্কে বলেন, এবারের আয়োজনে ১০০ জনেরও বেশি প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি অংশ নিয়েছেন। বাংলাদেশের ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক এই সম্মেলনে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, ¯’ানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যব¯’া করতে সহায়তা করাই এই সম্মেলনের উদ্দেশ্য।

বিডিনগ বোর্ড অব ট্রাস্টির সদস্য ও বিডিনগ-৪ এর আহ্বায়ক এফ এম রাশেদ আমিন বলেন, বিডিনগ একটি ফোরাম। সবাই মিলে একসঙ্গে কাজ করার লক্ষ্যে বিডিনগ তৈরি করা হয় যাতে নিজেদের অর্জিত জ্ঞান শেয়ার করা, সাহায্য করা ও নেতৃত্ব তৈরি করা যায়। বিডিনগের বাংলা ও ইংরেজি ওয়েবসাইট আছে। সবাই এখানে যুক্ত হতে পারেন।

বিডিনগ সভাপতি নুর“ল ইসলাম রোমান বলেন, বিডিনগের এই ধরনের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষ বিশেষ করে ইঞ্জিনিয়াররা অনেক উপকৃত হ”েছন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য যদিও ইঞ্জিনিয়ারদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞানের ব্যপ্তি বাড়ানো, তবুও আমি আশা করবো সামনের দিকে প্রযুক্তিতে আগ্রহী লোকজনকেও এ ধরনের সম্মেলনে সংযুক্ত করার প্রক্রিয়া শুর“ করতে হবে। বাংলাদেশের মতো দেশের অনেক ইন্টারনেট প্রফেশনালস দরকার।

বিডিনগ সাধারণ সম্পাদক ফখর“ল আলম বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি প্রকৌশলীদের এক সাথে কাজ করার সুযোগ তৈরি হয়, এতে আমাদের ¯’ানীয় প্রকৌশলীরা উ”চতর জ্ঞান অর্জনের সুযোগ পান। 

তিনি জানান, দেশে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষ জনশক্তি তৈরি হবে। এতে করে দেশের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। এর আগে গত ১০ নভেম্বর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া