adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের হার – সমতায় ইংল্যান্ড

Pakistan_England1447443054স্পোর্টস ডেস্ক : অ্যালেক্স হেলসের সেঞ্চুরির পর বোলারদের নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে সহজেই হারিয়েছে ইংল্যান্ড। ৯৫ রানের জয়ে চার ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে ইয়ান মরগানের দল।
 
শুক্রবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে হেলসের ১০৯, জো রুটের ৬৩ ও জেসন রয়ের ৫৪ রানের সুবাদে ৫ উইকেটে ২৮৩ রান করে ইংল্যান্ড।
 
২৮৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। ৫০ রান তুলতেই হারিয়ে ফেলে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে।
 
বাবর আজম ও মোহাম্মদ হাফিজের উইকেট নেন ডেভিড উইলি। আর অভিষিক্ত ইফতিখার আহমেদ, শোয়েব মালিক ও আজহার আলীকে ফেরান ক্রিস ওয়াকস। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আজহার (২২) আর মালিকই (১৩) কেবল দুই অঙ্ক ছুঁতে পারেন।
 
এরপর সাতে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ অনেকটা একাই লড়াই চালিয়ে যান। কিন্তু দলের বড় পরাজয় এড়াতে পারেননি। ৪৫.৫ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন সরফরাজ।
 
ইংল্যান্ডের পক্ষে ওয়াকস ৩৩ রানে ৪টি ও উইলি ২৫ রানে ৩টি উইকেট নেন। এ ছাড়া আদিল রশিদ, মঈন আলী ও রিসে টপলির ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।
 
ম্যাচসেরার পুরস্কার জেতেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা অ্যালেক্স হেলস।
 
আগামী মঙ্গলবার শারজাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া