adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের যৌনকর্মীরা দুশ্চিন্তায়

INDIAআন্তর্জাতিক ডেস্ক : ভিষণ দুশ্চিন্তায় রয়েছেন ভারতে অবস্থিত যৌনকর্মীরা। দুশ্চিন্তার কারণও অবশ্য আছে। প্রতিদিন নানান মানুষের সঙ্গে যৌনমিলনে জড়াতে হয় তাদের। কার শরীরে কি জীবানু আছে সেটা না জেনেই পেটের দায়ে নিজেদের উজাড় করে দিতে হয় ওইসব মানুষের কাছে। থেকে যায় ‘এইচআইভি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকি। ওই ঝুঁকি থেকে বাঁচতে তাদেরেএকমাত্র ভরসা কনডম। কিন্তু পুরো ভারত জুড়ে অবস্থিত যৌনপল্লীগুলোতে দেখা দিয়েছে তীব্র কনডম সঙ্কট। যে কনডমের যোগান এতদিন দেয়া হতো ভারতের কেন্দ্রীয় সরকার থেকে।

ঘটা করেই ভারতজুড়ে এইডস প্রতিরোধ কর্মসূচি হাতে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। গোটা বিশ্বেই সমাদৃত হয়েছিল ভারত সরকারের এই প্রকল্প। প্রকল্প অনুযায়ী, কেন্দ্রের তরফে রাজ্যগুলির মাধ্যমে যৌনপল্লিতে বিনা পয়সায় কনডম বিতরণ করা হত। প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছিল, ২০১৩ সালের তুলনায় এইডস প্রতিরোধে সাময়িক সাফল্যও পেয়েছিল সরকার। কিন্তু, এবার সেই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কার্যত মাথায় হাত যৌনকর্মীদের। কারণ, দেশের বেশিরভাগ রাজ্যেই যৌনপল্লীগুলোতে দেখা দিয়েছে কনডম সংকট।

কনডম তো বাজারেও কিনতে পাওয়া যায় ! কিন্তু, ওষুধের দোকানে গিয়ে তা কিনতে আজও স্বচ্ছন্দ্য বোধ করেন না অধিকাংশ যৌনকর্মী। অনেকে না কেনার কারণ হিসেবে খরচকেই দায়ী করে থাকেন। সরকারি ভর্তুকিতে কনডমের দাবিতে একমত যৌনকর্মীদের অধিকাংশই।

এক সংবাদ সংস্থা মারফত একটি সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। কনডমের জোগানের ঘাটতি দেখা দেয়ায় বাধ্য হয়েই অসুরক্ষিত যৌনমিলনে বাধ্য হচ্ছেন যৌনকর্মীরা। তাঁদের অনেকেই আর্থিক সংকটের কারণে, কনডম না থাকলেও ক্লাইন্টদের না বলতে পারছেন না। এর ফলে দেশে এইচআইভি ছড়ানোর আশঙ্কা সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়ছে কেন্দ্রের এইডস প্রতিরোধ কর্মসূচিতেও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া