নীতু প্রসঙ্গে যা বললেন দীপিকা
বিনোদন ডেস্ক : বলিউডে দীপিকা পাড়ুকোন এবং নীতু সিংয়ের মধ্যকার রসায়নটা জানেন না এমন কেউ নেই। দীপিকা-রণবীরের সম্পর্কের শুরু থেকে ভাঙন পর্যন্ত বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচনায় এসেছেন ঋষি পতœী নীতু সিং। কিন্তু নীতু প্রসঙ্গে কখনোই মুখ খোলেনটি দীপিকা। ছেলের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সম্পর্কে খুব একটা ভাল কিছু বলতে শোনা যায়নি নীতুকে। দীপিকা কিন্তু চুপ করেই থেকেছেন বরাবর, প্রতিত্তুর তো নয়ই, বরং কখনো প্রতিবাদও করেননি। তবে, এ বার রণবীরের মাকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন দীপিকা। রাখ-ঢাক না করে টুইটারে লিখেও দিলেন মনের কথা!
দীপিকা লিখেছেন, “দেখুন, কী মিষ্টি-ই না লাগছে না উনাকে!”
দীপিকার কথা শুনে চোখ কপালে উঠতেই পারে!
আসলে হয়েছে কী, ইদানিং বলিউডে ঝড় উঠেছে ডাবস্ম্যাশ ভিডিও পোস্টের। সেই ঝড়ে গা ভাসালেন নীতুও! কারণ জোহরকে সঙ্গে নিয়ে রণবীর-দীপিকার ‘তামাশা’ছবির গানে নাচতে দেখা গেল নীতুকে।
দীপিকার ছবির গানে যদি পা মেলান নীতু, তবে কী চুপ করে বসে থাকা সাজে? সেই জন্যই টুইটারে রণবীরের মায়ের প্রশংসা করতে দেখা গেল দীপিকাকে!
অবশ্য, এহেন প্রশংসার পিছনে আর একটা কারণও রয়েছে। দুজনের সম্পর্ক স্বাভাবিক করতে আগ বাড়িয়ে এসেছেন নীতুই। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে নীতু মন্তব্য করেছিলেন, ক্যাটরিনার চেয়ে দীপিকাই না কি তাঁর বেশি কাছের, বেশি পছন্দের! এ বার সেই প্রশংসারই প্রত্যুত্তর দিলেন দীপিকা, এই যা!