adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার টি-২০ মিশনে নামছে মাশরাফিরা

††††ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে সিরিজকে ঘিরে একে একে সব স্বপ্নই পূরণ করেছে মাশরাফিরা। এবার তাদের মিশন টি-২০ সিরিজ। যদিও টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা উল্লেখযোগ্য নয়, তারপরেও জিম্বাবুয়েকে ছেড়ে কথা বলবে না মাশরাফিবাহিনী। নড়াইল এক্সপ্রেসের একটাই কথা, সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। টিম কম্বিনেশন খুবই ভালো, আশাকরি প্রথম ম্যাচটি জিতে যাবো। মাশরাফি এও বলেছেন, জিম্বাবুয়ে টি-২০ ক্রিকেটে বেশ শক্তিশালী। ওদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেই জিততে হবে। দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি শুক্রবার। দিবারাত্রির এই ম্যাচ মিরপুর স্টেডিয়ামে শুরু হবে বিকাল ৫টায়। 
জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচের এই সিরিজের একটা গুরুত্ব রয়েছে, বিশেষ করে বাংলাদেশের জন্য। আগামী বছর ভারতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে বাংলাদেশে রয়েছে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। এই দুই টুর্নামেন্টের আগে, জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টি-২০ সিরিজেই বাংলাদেশ দলের সঠিক কম্বিনেশনটা ঠিক হয়ে যাবে অনেকাংশে। তাই দুই ম্যাচে নিজেদের প্রস্তুত করে নিতে চান টাইগার দলপতি। তবে বাস্তব সত্য হচ্ছে, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল হিসেবে ভালো পারফর্ম করলেও টি-২০তে সেভাবে গড়ে উঠতে পারেনি। বিসিবি কর্তারাও বলেছেন, টি-২০ ফরম্যাটে বাংলাদেশকে গড়ে তুলতে নানা পরিকল্পনা চলছে। টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ দল একটা অবস্থানে পৌঁছাবে বলেও মনে করেন কর্মকর্তারা।  
এদিকে একদিনের ক্রিকেটে সিরিজ হারানোর ব্যথা বুলতে চান জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। টি-২০তে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ বললেও সিরিজ জেতার ব্যাপারে দারুণ আশাবাদি তিনি। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া