adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই কাল ভোর ৬টায়

argentinaস্পোর্টস ডেস্ক :  ব্রাজিল- আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তেজনা এবং রাতজাগা। এবার রাতজাগাটা বাদ দিন, উত্তেজনা নিয়ে সকাল সকাল উঠে পড়ুন ঘুম থেকে। ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্টিনার আলোচিত দ্বৈরথটা শুরু হবে বাংলাদেশ সময় কাল সকাল ৬টায়। ম্যাচটা সরাসরি দেখা যাবে সনি কিক্সে।

আর্জেন্টাইন ভক্তদের ম্যাটচা দেখতে হবে একরাশ দু:খ বুকে নিয়ে। কারণ এ ম্যাচে থাকছেন না দলটির সেরা তারকা লিওনেল মেসি। প্রায় মাস দেড়েক আগে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। ২১ নভেম্বর লা লিগার এল ক্লাসিকো দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে তার।

মেসি না থাকলেও ব্রাজিলের হয়ে কালকের ম্যাচে দেখা যাবে মেসির ক্লাব সতীর্থ নেইমারকে।চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে অধিনায়ক নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল। অন্যদিকে ইনজুরির আঘাতে অনেকটাই কোণঠাসা আর্জেন্টিনা। চোট-সমস্যা যেন পিছুই ছাড়ছে না জেরার্ডো মার্টিনোর দলের। সার্গিও আগুয়েরোও নেই। হাঁটুর ইনজুরির কারণে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটিতে খেলা হবে না বোকা জুনিয়র্স ফরোয়ার্ডের।  তারপরেও ঘরের মাঠের সুবিধে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় আর্জেন্টিনা।

দুই দলের পরিসংখ্যানও সেরকম হাড্ডাহাড্ডি। এ পর্যন্ত ১০১ ম্যাচ খেলে দুটি দল। এরমধ্যে ৩৯ ম্যাচে জয় পায় ব্রাজিল, ৩৭টিতে আর্জেন্টিনা। এবং ২৫ ম্যাচ হযেছে ড্র। বিশ্বকাপ বাছাইপর্বে ৬ দেখায় ব্রাজিলের জয় ৩ এবং আর্জেন্টিনার ২।

আর্জেন্টিনার মাটিতে ২০০৯ সালে দু’দলের সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে ৩-১ গোলে জিতেছিল দুঙ্গার ব্রাজিল। সেই স্মৃতিই ফিরিয়ে আনার স্বপ্ন কাকার চোখে। বলেছেন, ‘আর্জেন্টিনা থেকে জয় নিয়ে ফেরা খুব কঠিন হলেও অসম্ভব নয়। আমাদের সামনে ২০০৯ সালের প্রেরণা।’

মেসির অনুপস্থিতি পুষিয়ে দিতে পারেন হিগুয়াইন, ডি মারিয়ারা। ভালো ফর্মে আছেন ডি মারিয়া। সেই ফর্মটা এবার ব্রইজলের বিপক্ষে ঢেরে দিতে চান তিনি।ডি মারিয়া বলেন, ‘আশা করি, দেশের হয়েও সেরাটা দিতে পারব। গুরুত্বপূর্ণ অনেকে দলে না থাকলেও তিন পয়েন্টের জন্যই খেলব আমরা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া