adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৮ বুদ্ধিজীবী লেখক-প্রকাশক হত্যার বিচার চাইলেন

dead1447171981ডেস্ক রিপোর্ট : দেশের বরেণ্য ৩৮ বুদ্ধিজীবী যৌথ বিবৃতিতে লেখক ও প্রকাশক হত্যায় জড়িতদের শাস্তি দাবি করেছেন। গণমাধমে পাঠানো কামাল লোহানীর স্বাক্ষর করা এই বিবৃতিতে বলা হয়েছে, ‘অপরাধীদের খুঁজে বের করে বিচার না করার ফলে হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে।’
 
এতে আরো বলা হয়েছে, ‘বর্তমান সময়ে সংঘটিত প্রকাশক ও লেখকদের হত্যা দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। মুক্তবুদ্ধির জাগরণকে রুদ্ধ করতে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী একের পর এক এ ধরনের হত্যা চালিয়ে যাচ্ছে। গত এক বছরে পাঁচজন লেখককে নৃশংসভাবে হত্যা করা হলেও সরকার এখনো একটি হত্যাকাণ্ডেরও বিচার করতে পারেনি। অপরাধীদের খুঁজে বের করে বিচার না করার ফলে হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে। যে সকল অপরাধীদের ধরা হয়েছে, তারাও জামিনে ছাড়া পেয়ে আবার তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকারের এরূপ উদাসীনতা মুক্তবুদ্ধির মানুষদের হতাশ করেছে। সেই সঙ্গে জনগণের নিরাপত্তার অধিকার খর্ব করা হয়েছে। জনমনে হতাশা ও আতঙ্কের সৃষ্টি হচ্ছে।’
 
দেশের শীর্ষস্থানীয় বুদ্দিজীবীরা মনে করছেন, খুনিদের চেয়েও লেখালেখি করা যেন বেশি অপরাধ। যে কারণে লেখকদের সংযত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ অবস্থা মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন তারা।


বিবৃতিতে বলা হয়, ‘সরকার ও তার গোয়েন্দা সংস্থার ব্যর্থতার দায়ভার জনগণ মেনে নিতে পারে না। তাই সরকারের প্রতি দাবি জানাচ্ছি, অবিলম্বে প্রতিটি লেখক প্রকাশকের হত্যার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় এনে জনমনে স্বস্তি নিশ্চিত করতে হবে।’ 
এতে বলা হয়, ‘আমরা মনে করি, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা সংবিধানস্বীকৃত ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের মৌলিক অধিকারের পরিপন্থী। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এ ধরনের কালাকানুন থাকতে পারে না। অবিলম্বে ৫৭ ধারা বাতিল করতে হবে।’
বিবৃতিতে স্বাক্ষরকারী ৩৮ বুদ্ধিজীবী হলেন- অধ্যাপক আনিসুজ্জামান, আহমেদ রফিক, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কামাল লোহানী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক যতীন সরকার, ড. অজয় রায়, হাসান আজিজুল হক, শুভ রহমান, নিখিল সেন, সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক ড. শফিউদ্দিন আহমেদ, শাহরিয়ার কবির, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, মুশতারী শফি, ড. অনুপম সেন, অধ্যাপক মাহফুজা খানম, সেলিনা হোসেন, অধ্যাপক কাজী মদিনা, মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহম্মদ, আবুল মোমেন, মানবেন্দ্র বটব্যাল, অধ্যাপক আবুল বারাক আলভী, আবেদ খান, মশিউদ্দিন শাকের, লায়লা হাসান, অধ্যাপক বদিউর রহমান, অধ্যাপক আশরাফুজ্জামান সেলিম, অধ্যাপক এ এন রাশেদা, সুজেয় শ্যাম, কাজী মোহাম্মদ শীশ, মোনায়েম সরকার, কবি এ কে শেরাম, সাইদুর রহমান বয়াতি, কবি গোলাম কিবরিয়া পিনু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া