adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই শেয়ার বাজারেই দরপতন

dse-c_90398নিজস্ব প্রতিবেদক : দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। বুধবার ডিএসইতে প্রায় ৫৮ দশমিক ৯২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ২৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি টাকা বা ১৩ দশমিক ২৮ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৯৪ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৯ পয়েন্ট কমে চার হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৪ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিসন, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, কেডিএস অ্যাক্সেসরিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং বিএসআরএম স্টিলস লিমিটেড।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া