adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিআইবির বিরুদ্ধে সমন জারির দাবি জানালেন তোফায়েল

tib--tofayelনিজস্ব প্রতিবেদক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) জাতীয় সংসদের বিশেষ অধিকার কমিটির সামনে দাঁড় করাতে সমন জারির দাবি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
দশম সংসদের অষ্টম অধিবেশনে সোমবার সন্ধ্যায় পয়েন্ট অব অর্ডারে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
তোফায়েল আহমেদ বলেন, ‘আমার একটি প্রস্তাব আছে। এটাকে এখানে সমাপ্ত করা ঠিক হবে না। আপনার (স্পিকার) নেতৃত্বে একটি প্রিভিলাইজ কমিটি আছে। আর এই টিআইবিকে প্রিভিলাইজ কমিটিতে সমন জারি করে হাজির করে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে।’

তিনি বলেন, ‘২০১৩ সালে নির্বাচন বানচালের জন্য অরাজকতা করা হয়েছিল। তখনতো টিআইবি চুপ ছিল। ২০১৫ সালের সরকারকে উতখাত করে দেশের উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা করা হয়েছিল। তখনতো কোনো কথা বলেনি টিআইবি।’
তিনি আরও বলেন, ‘নবম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচ বছরে মাত্র ছয় দিন সংসদে উপস্থিত ছিলেন। তখন তারা যে ভাষায় সংসদে কথা বলতো, হ্যাঁ এখন সে ভাষায় কথা হয় না। বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ তা উচ্চারণ করতে পারেন না, তিনি জানেন না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রশ্ন উঠেছে, তারা কোথা থেকে টাকা পায়, কত টাকা পায়, কিভাবে পায়, খরচ করে এর কোনো জবাবদিহিতা নেই। তাদের একটাই কাজ, বাংলাদেশের স্বাধীনতা, চেতনা ও অগ্রগতিকে বানচাল করা। দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়, বানচাল হয় সেজন্য টিআইবির মত সংগঠন দেশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশ করে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া