adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্থানীয় সরকার অধ্যাদেশ সংসদে উত্থাপন

dfc474c4_89968নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার বিকালে দশম সংসদের অষ্টম অধিবেশনের শুরুতে অধ্যাদেশটি উত্থাপন করেন তিনি।

পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। এ-সংক্রান্ত স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৫ সংসদে তোলা হয়।

এর আগে ২ নভেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অধ্যাদেশে বলা হয়েছে, কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যেকোনো বিষয় অধ্যাদেশটিতে থাকবে।

দেশের সব স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার জন্য পাঁচটি আইন সংশোধনের প্রস্তাব গত ১২ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও্ সভায় সভাপতিত্ব করেন।

তখন সংসদ চলমান না থাকায় আইনটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হয়।

এখন থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া