adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাকিব হত্যায় দু’জনের ফাঁসির আদেশ

RAQUB---ডেস্ক রিপোর্ট : খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলায় দু’জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মো. শরিফ ও মিন্টু খান। শরিফের মা বিউটি বেগমকে খালাস দেন আদালত।
মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বহুল আলোচিত এ হত্যা মামলার রায় পড়া শুরু করেন।
ঘটনার মাত্র তিন মাস পাঁচ দিনের মাথায় রায় প্রদান বাংলাদেশে এই প্রথম।
খুলনা নগরীর টুটপাড়ায় ৩ আগস্ট বিকেলে শরীফ মটরসে কম্প্রেসার মেশিনের নল মলদ্বারে ঢুকিয়ে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাকিবকে। ঘটনাটি মিডিয়াতে গুরুত্বসহকারে প্রচারিত হলে দেশে-বিদেশে সমালোচার ঝড় বয়ে যায়।
ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নূরুল আলম বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আর ঘটনার পর পরই এলাকাবাসী গণপিটুনি দিয়ে ঘাতক মো. শরিফ ও মিন্টু খানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ পরে শরিফের মা বিউটি বেগমকে আটক করে।
খুলনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহমেদ তদন্ত শেষে ২৫ আগস্ট মামলার তিন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
এর পর ১১ অক্টোবর থেকে এ মামলায় টানা ১০ কার্যদিবসে ৩৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়। ১ নভেম্বর উভয়পক্ষের কৌঁসুলিদের শেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রবিবার (৮ নভেম্বর) মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।
এ মামলায় বাদীপক্ষের কৌঁসুলি ছিলেন পিপি এ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী, মানবাধিকার সংস্থার এ্যাডভোকেট মোমিনুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তুষার ও এ্যাডভোকেট মাজহারুল ইসলাম।
প্রসঙ্গত, ৩ আগস্ট শিশু রাকিবকে মো. শফিকের মোটর গ্যারেজে ধরে নিয়ে তার মলদ্বারে কম্প্রেসারের হাওয়া দিয়ে হত্যা করা হয়। শরিফের গ্যারেজের কাজ ছেড়ে অন্য গ্যারেজে কাজ নেওয়ায় রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া