adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সবচেয়ে সত ও পরিচ্ছন্ন নেতা মমতা – চীনা ভাইস প্রেসিডেন্ট

MOMATAআন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করলেন চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইউয়ান চাও। সফর শেষ করে যাওয়ার সময় বললেন, চিনের অভ্যন্তরীণ সমীক্ষায় ভরতের সবচেয়ে সত রাজনীতিক হচ্ছেন মমতা। চিনা ভাইস প্রেসিডেন্টের এই প্রশংসা অবশ্য বাম রাজনীতিকদের বুকে শেল ছোঁড়ার মতোই-বললেন এক বাম নেতা। শুধু তাই নয় মমতাকে চিন সফরের আমন্ত্রণকেও ভালো চোখে দেখছে না পশ্চিমবঙ্গের বাম নেতারা। তারা বলছেন, তা-ও আবার রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ টাউনের ইকো পার্কের গ্লাস হাউসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন চিনের ভাইস প্রেসিডেন্ট৷ তাতে যোগ দেন চিনের বিদেশ, সামাজিক সুরক্ষা, বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রকের চার উপমন্ত্রীও৷ রাজ্যের তরফে ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, মেয়র শোভন চট্টোপাধ্যায়, নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র, স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার সুরজিত্ কর পুরকায়স্থ৷ প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের অমিতবাবু বলেন, 'বৈঠকে একটা বড় ব্যাপার ঘটেছে৷ চিনের ভাইস প্রেসিডেন্ট আমাদের জানালেন যে, তাঁরা ভারতের রাজনৈতিক নেতৃত্বের উপর একটি সমীা করেছেন৷ সেই অনুযায়ী ভারতের সবচেয়ে সৎ ও পরিচ্ছন্ন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি দুর্নীতির বিরুদ্ধেও লাগাতার সংগ্রাম চালিয়েছেন৷ এমনকি, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কেও যে চিনা নেতৃত্ব পুরোমাত্রায় সচেতন, সেটাও তিনি জানিয়েছেন৷'

এ ব্যাপারে কি ভাবছেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতারা? সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নেতা সুজন চক্রবর্তী বলেন, 'যাঁরা এসেছেন, তাঁরা অমিতবাবুকে কী বলছেন জানি না৷ ফলে, আন্দাজের ভিত্তিতে কোনও মন্তব্য করা ঠিক নয়৷ তাই এই নিয়ে কিছু বলছি না৷'

এদিন চিনা প্রতিনিধিদলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সুর যে সামগ্রিক ভাবে ইতিবাচকই ছিল, তার ইঙ্গিত মিলেছে সাংবাদিক বৈঠকে মমতার মন্তব্যেও৷ তিনি বলেন, 'ওঁরা আমাকে চিনে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন৷ প্রস্তাবিত বাস কারখানায় ইতিমধ্যেই চিনের তরফে ১১ শতাংশ বিনিয়োগ হয়েছে৷ বছরে দেড় হাজার বাস তৈরি হবে৷ অটো হাব নিয়ে অনেক কথা হয়েছে৷ পাশাপাশি, পর্যটনের বিকাশে আলোচনা হয়েছে৷ চিনা প্রতিনিধিরা হিউয়েন সাঙের কথাও উল্লেখ করেছেন৷ দু'তরফে ঐতিহাসিক যোগসূত্র তো রয়েছেই৷ রাজ্যে উন্নয়নমূলক নানা প্রকল্পে চিনা সরকারের এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাঙ্কের থেকে আর্থিক সহায়তা নেওয়ার ব্যাপারে আমাদের উৎসাহ দিয়েছেন৷

এতে আমরাও আগ্রহী৷ পশ্চিমবঙ্গ এক্ষেত্রে  পথিকৃতের ভূমিকা পালন করতে চলেছে৷ চিনের সঙ্গে শান্তিনিকেতনের কলাভবন-সহ রাজ্যের নানা বিশ্ববিদ্যালয়ের যে  শিক্ষাগত যোগ রয়েছে, তার সূত্র ধরে  শিক্ষা হাবের বিকাশের কথাও বৈঠকে আলোচিত হয়েছে৷ ভারত-বাংলাদেশ-মায়ানমার-চিন অর্থনৈতিক করিডরের বিকাশে পশ্চিমবঙ্গের গুরুত্বের প্রসঙ্গও উঠে এসেছে বারবার৷ পুজোর সময় চিনা পর্যটকরা যাতে কলকাতায় আসেন, সেই অনুরোধও করেছি৷' এই ব্যাপারে মুখ্যসচিব জানান, প্রাথমিক ভাবে এক হাজার চিনা পর্যটকের জন্য বিশেষ পুজো প্যাকেজ বানাতে চায় রাজ্য৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া