‘জ্বালানী বিষয়ক’ জেলা পর্যায়ে বক্তৃতা প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন তারেকা!
জাকারিয়া মোহম্মদ, গোলাপগঞ্জ (সিলেট) : গত ২৮ অক্টোবর বুধবার অনুষ্ঠিত গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের উদ্যোগে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৫ উপলে নবায়ন যোগ্য জ্বালানী , জ্বালানী দতা ও জ্বালানী সংরক্ষণ বিষয়ক উপজেলা ভিত্তিক বক্তৃতা প্রতিযোগীতায় মোছা:তারেকা ইয়াছমিন ৩য় স্থান অধিকার করে। তারেকা আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর এর দশম শ্রেণীর ছাত্রী। আগামী ৮ নভেম্বর (রোববার) সে একই বিষয়ের উপর জেলা ভিত্তিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছে, তাই সে সকলের দোয়াপ্রার্থী।
তারেকা ইয়াসমিন বুধবারীবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আল-এমদাদ ডিগ্রী কলেজের আজীবন দাতা সদস্য বানিগাজী গ্রামের হাজী কামাল উদ্দীন আমানের একমাত্র মেয়ে। আমান উদ্দিনও তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারেকা প্রতিযোতায় উত্তীর্ণ হয়ে সবার মুখ উজ্জল করতে পারে।