adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃটিশ পার্লামেন্টে ব্যতিক্রমী অভিষেক বক্তার তালিকায় টিউলিপ


tulips_inner_89430আন্তর্জাতিক ডেস্ক : বৃটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে ব্যতিক্রমী অভিষেক ভাষণের সাতজনের তালিকায় উঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ওই তালিকায় তিনি রয়েছেন ৭ নম্বরে।

অনলাইন বিবিসির প্রকাশ করা তালিকায় আরও রয়েছেন পাইসলে অ্যান্ড রেনফ্রেশায়ার সাউথের এমপি মাইরি ব্লাক। সাউথ ক্যামব্রিজশায়ার থেকে নির্বাচিত রক্ষণশীল দলের এমপি হিদি এলেন। প্লেমাউথ মুর ভিউ থেকে নির্বাচিত কনজার্ভেটিভ দলের এমপি জনি মারসার। অ্যাস্টন আন্ডার লিনি থেকে নির্বাচিত লেবার দলীয় এমপি অ্যানজেলা রেনার। ওয়েলডেনের রণশীল দলের এমপি নুসরাত গণি। ওয়েস্ট ডানবারটনশায়ারের এসএনপি দলের এমপি মারটিন ডোচেরটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত অভিষেক ভাষণ সংপ্তি হয়। তা বিতর্কের সৃষ্টি করে না এবং তাতে উষ্ণ কিছু শব্দ থাকে। কিন্তু এ বছর সেই ধারার কিছুটা বাইরে গিয়েছেন কয়েকজন এমপি। এতে টিউলিপ সিদ্দিক সম্পর্কে বলা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন রেফারেন্ডাম বিল নিয়ে বিতর্ক চলাকালে বৃটেনের শরণার্থীদের প্রতি, তাদের আশ্রয়ের বিষয়ে বৃটেন যে সাড়া দিয়েছে তা নিয়ে নিরাপত্তার বিষয় তুলে ধরেন তিনি। এ সময় তিনি তার মায়ের দুর্ভোগ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক শরণার্থী হিসেবে তার মাকেও বাংলাদেশ থেকে পালাতে হয়েছিল।

চলতি বছরের মে মাসে বৃটেনে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। এ নির্বাচনে এবার ১৭৬ জন নতুন রাজনীতিক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকও একজন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া