adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদি রাজপুত্রের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ দায়ের

SAUDIআন্তর্জাতিক ডেস্ক : লেবাননে আটক সৌদি রাজপুত্র আব্দুল মুহসেন বিন ওয়ালিদ বিন আব্দুল আজিজ আলে সৌদ’র বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। লেবাননের বিচার বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
 
সূত্রটি বলেছে, সৌদি রাজপুত্রসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রাজপুত্রসহ পাঁচ সৌদি নাগরিক লেবাননে আটক রয়েছে।
 
গত ২৬ অক্টোবর লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদি রাজপুত্রের ব্যক্তিগত বিমান থেকে দুই টন মাদক দ্রব্য জব্দ করে লেবাননি পুলিশ। রাজপুত্রের বিমানটি বিমানবন্দরে অবতরণের পর তাতে তল্লাসি চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।
 
তারা বিমানে ঢুকে বিস্মিত হয়ে পড়েন-‘এ যেন মাদকের গুদাম’। ব্যক্তিগত বিমানটি থেকে ২৪টি ব্যাগ ও আটটি স্যুটকেস উদ্ধার করে নিরাপত্তাকর্মীরা। এর প্রতিটিতেই রয়েছে মাদক দ্রব্য ‘কেপ্টাগন’।
 
বিমানটির পরবর্তী গন্তব্য ছিল সৌদি আরব। পুলিশ বলেছে, প্রায় দুই টন মাদক বহন করছিলেন ওই রাজপুত্র।
 
কেপ্টাগন সৌদি আরবের তরুণদের মাঝে বেশ জনপ্রিয় একটি মাদক। তাকফিরি সন্ত্রাসীয় গোষ্ঠী আইএসআইএলের সদস্যরাও ব্যাপকভাবে কেপ্টাগন পিল সেবন করে থাকে। তারা মাদক সেবনের পরপরই নানা তাণ্ডবলীলায় মেতে উঠে।
 
লেবাননের মনোরোগ বিশেষজ্ঞ রামজি হাদ্দাদ ওই মাদক সম্পর্কে বলেছেন, এটি পিল আকারে পাওয়া যায়। কেপ্টাগন পিল খাওয়ার পর একজন মাদকসেবী প্রথম দিকে নিজের ভেতরে উদ্দীপনা অনুভব করে। কোনো খাবার না খেয়ে দীর্ঘ সময় নির্ঘুম থেকে বিরতিহীনভাবে কথা বলে যেতে পারে। কিন্তু এ মাদক চূড়ান্তভাবে একজন মানুষের জীবনকে পুরোপুরি বিনষ্ট করে দেয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া