adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখ খান পাকিস্তানের এজেন্ট!

srk-sadhvi-aparna_89369বিনোদন ডেস্ক : সোমবার ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের পঞ্চাশতম জš§দিন।  বিশেষ এ দিনে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে নিজের ক্ষোভ ঝাড়েন কিং খান। বলেন, ‘দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা আর ক’দিনের মধ্যেই অন্ধকার যুগে ফিরে যাব। অসহিষ্ণু হওয়াটা অত্যন্ত নির্বোধের কাজ। আমাদের মতো দেশে ধর্মনিরপেক্ষতা দেখাতে না পারার চেয়ে জঘন্য অপরাধ আর নেই।’

কিং খানের করা এমন মন্তব্যের পাল্টা মন্তব্য যে আসবেই, সেটা খানিকটা প্রত্যাশিতই ছিল। শাহরুখ নিজেও করেছিলেন এমন আশঙ্কা।  হলও তাই। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে এক কথায় পাকিস্তানের  এজেন্ট বানিয়ে দিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী।  শাহরুখকে উদ্দেশ্য করে ওই নেত্রী বলেন,  ভারতে ভালো না লাগলে শাহরুখ বরং এদেশ ছেড়ে পাকিস্তানে গিয়ে বাস করুক।’

শুধু শাহরুখই নন,  যাঁরা যাঁরা অসিষ্ণুতার অভিযোগে সরকারি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, তাঁদের সবাইকেই আজ মঙ্গলবার ‘বিশ্বাস ঘাতক’ তকমা দিয়েছেন সাধ্বী প্রাচী নামের ওই নেত্রী।  দেশ যে অসহিষ্ণুতার চরমে পৌঁছেছে এই মন্তব্যই করেছিলেন শাহরুখ৷  রাতপেরতে না পেরতে আক্রমণ করে সাধ্বী যেন বুঝিয়ে দিলেন কিং খানের সে মন্তব্য কতখানি সঠিক ছিল।

অবশ্য সাধ্বীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। টুইট করে তিনি জানিয়েছেন, ‘সাধ্বীর এমন বাজে প্রতিক্রিয়া বিশ্বাস করতে পারছি না৷  এঁরাই দেশকে ভাগ করে দিচ্ছেন।  তার বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেয়া উচিত।’  পাশাপাশি বাকস্বাধীনতা চেয়ে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দেয়ারও আর্জি জানিয়েছেন তিনি।  শুধু অপর্ণাই  নন,  রাবিনা ট্যান্ডন ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও শাহরুখ খানের প্রতি এমন অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া