adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সরকারের চাপেই সমশেরের পদত্যাগ’

nazrul_88823_0নিজস্ব প্রতিবেদক : সমশের মবিন চৌধুরীর ওপর নানামুখী চাপ তৈরি করে সরকার তাকে দল ছাড়তে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একইসঙ্গে বিএনপি কোন কোন নেতা পদত্যাগ করলো সেই চিন্তা বাদ দিয়ে তিনি আওয়ামী লীগকে নিজেদের ঘর সামলানোর পরামর্শ দেন।

শনিবার রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সমশের মবিনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “সমশের মবিন বিএনপি থেকে পদত্যাগ করেননি। মিথ্যা মামলা দিয়ে, চিকিৎসায় ব্যাঘাত সৃষ্টি করে এবং পাসপোর্ট আটকে রেখে চাপে ফেলে সরকার তাকে বিএনপি থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে।”

বিএনপির এই শীর্ষ নেতার পদত্যাগ নিয়ে আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, “বিএনপি খান খান হয়ে যাবে আওয়ামী লীগের এটা দুঃস্বপ্ন। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের পরে দল। আর যারা মুক্তিযুদ্ধের সময় পলায়নপর ছিল তারাই মূলত জনগণের মধ্যে বিভ্রান্তি ও কৌতুহল সৃষ্টির জন্য এ ধরনের কথা বলছেন।”

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির কে কে চলে গেল সেদিকে খেয়াল না করে নিজেদের ঘর সামাল দেন। বেগম খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসা এখনো শেষ হয়নি। চিকিতসা শেষ হলেই তিনি যথাসময়ে দেশে ফিরবেন। কিন্তু মতাসীনদের কিছু বলার নেই বলে তাকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র করে চলেছেন।’

নজরুল ইসলাম বলেন, “বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি করে না। তাই কেউ যদি বিএনপি নেতাদের উপরে মিথ্যা হত্যার দোষারোপ করে তাহলে সেই বিষয়ে আগে আপনারা আমাদের জিজ্ঞেস করুন- প্রকৃত ঘটনা কী।”

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া