adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সিজনাল পলিটিশিয়ান ছিলেন শমসের মবিন’

nazrul1_88532নিজস্ব প্রতিবেদক : সদ্য রাজনীতি থেকে পদত্যাগকারী বিএনপির ভাইস চেয়ারম্যান শসমের মবিন চৌধুরীকে ‘সিজনাল পলিটিশিয়ান’ বলে উল্লেখ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে শনিবার সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘শসমের মবিন চৌধুরী বিএনপি পরিত্যাগ করেনি। সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক রেখেছিল। তিনি অসুস্থ। তার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। সরকার তাকে চাপ প্রয়োগ করেছে। তিনি সিজনাল পলিটিশিয়ান। ফলে তিনি চাপ সামলাতে পারেননি। তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, শুধু বিএনপি থেকে নয়। তিনি অন্য দলে যাবেন না।’
আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের জনগণের মনে বিভ্রান্ত সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতারা এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। বিএনপি ভাঙছে না। নিজের ঘর সমালান।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন-এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া চিকিতসার জন্য বিদেশে অবস্থান করছেন, ছেলের (তারেক রহমান) কথায় নয়। তাছাড়া ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন, তার পরিবারের সদস্যদের নিয়ে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।’
বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানান নজরুল ইসলাম।
দেশে আইনের শাসন, গণতন্ত্র, ভোটের অধিকার মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারসহ আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া