adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের লোগো উম্মোচন

bplক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা। বিদেশি ক্রিকেটারদের কে কোন দলে খেলছে, কার দল কতোটা শক্তিশালী হয়েছে, এই হিসাব-নিকাশ চলছে সর্বত্র। মোট কথা যতই দিন পার হচ্ছে ততই বিপিএল নিয়ে উত্তেজনা বাড়ছে।  অংশগ্রহণকারী ফ্রাঞ্চাইজিগুলো যেমন ব্যস্ত, তেমন ব্যস্ত সময় পার করছে আয়োজকরা। 
এরই প্রেক্ষিতে শনিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে  আনুষ্ঠানিকভাবে
উম্মোচন করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের (বিপিএল) লোগো। এবারের টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে, ‘বিআরবি বিপিএল টি-২০’। বিআরবি কেবলস বিপিএলের পৃষ্ঠপোষকতা করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি কেবলসের পরিচালক মেজবাহুর রহমান, বিসিবির পরিচালক জালাল ইউনুস ও বিপিএলের ইভেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মাত্রা-আরডেন্ট-এর সানাউল আরেফিন।
বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় বিআরবি কেবলসকে ধন্যবাদ জানিয়ে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, বিপিএলের তৃতীয় আসরটি বিআরবি পৃষ্ঠপোষকতা করায় বিসিবির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। আগামী ২০ নভেম্বর উদ্বোধনীর পর ২২ নভেম্বর দুপুর দ্ইুটায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। ইতেমধ্যে এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এক বছর বিরতির পর তৃতীয় আসর আয়োজন অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা সব সমস্যা পেছনে ফেলে এটা করতে পারছি। আশা করি, এবারের আসরটি রোমাঞ্চকর হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিআরবি কেবলসের পরিচালক মিজবাউর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সাফল্য সবচেয়ে বেশি। দেশের মানুষের ক্রিকেটের প্রতি এই ভালবাসাকে শ্রদ্ধা জানাই। ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতা থেকে আমরা বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছি। 
 
 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া