adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কবি ইয়াসিন আরাফাতের কবিতা “ইন্টারভিউ”

12204598_1656157654634645_1906004232_n

ইন্টারভিউ
ইয়াসিন আরাফাত

নির্বাচিতা আজ অনেক সেজেছে;
নীল শাড়ি আর ভরা মেকাপের আস্তরণে
নির্বাচিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
যেমন করে গ্রামের কাঁচা রাস্তাগুলোয়
ইট-পাথরের মেকাপ ঢেকে দেয়
ঘাসের কোমল মন।

নির্বাচিতা যন্ত্রের মতো দু-হাত বাড়িয়ে দেয়
তাচ্ছিল্যের মুর্তিটার দিকে।
নির্বাচিতা হাসে, নির্বাচিতা হাঁটে;
নির্বাচিতা ক্লান্ত নয়। তার হাঁটার শব্দে
ভেঙে পড়ে চিহ্নহীন চীনের প্রাচীর।

নির্বাচিতা পশুদের মতো আঁচড় কাটে না;
তবু তার নখগুলো
কবির কবিতার রসদ হয়।

ড্রেসিং টেবিলের আয়নায়, ওয়াশরুমে
নির্বাচিতা লতা মুঙ্গেশকার। আর আজ যখন
অর্ধেকটা কান্নার সুরে নির্বাচিতা গাইল;
ড্রেসিং টেবিল, ওয়াশরুম একবার উঁকিও দিল না।
স্বার্থপর! সবাই স্বার্থপর।
বস্তুত তারা উচ্চাঙ্গসংগীত ভেবে
নিজেদের গুটিয়ে নেয় শামুকের মতো।

ইন্টারভিউর সময় সম্ভবত বায়ুর ঘনত্ব বেশি থাকে।
বাতাসকেও নির্বাচিতা কখনো আঁচড় কাটে নি।
নির্বাচিতার কপালে
পোড়ার যে দাগ আবিষ্কৃত হলো;
তার সম্পূর্ণ কৃতিত্ব টেবিল ফ্যানটার।
কী দরকার ছিল এত গরম পড়ার?
কলঙ্কের দাগ
ববকাটা চুল আর ঘোমটার আড়াল থেকে
বের হয়ে বলল: নারী পণ্য নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া