adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ওদের চক্রান্ত চলছে – নভেম্বর মাস সতর্ক থাকবেন’

Nasim1446210732নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের নভেম্বর মাসে সতর্ক থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
তিনি বলেন, ‘ নভেম্বর মাস গুরুত্বপূর্ণ। এ মাসে সাবধান থাকবেন। সতর্ক থাকবেন। ওদের চক্রান্ত চলছে। এই নভেম্বর মাসে যুদ্ধাপরাধীদের বিচারের দণ্ড কার্যকর করা হবে।’
 
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার বিকেলে বাংলাদেশে কৃষক লীগের ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও দিবস’
উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনার আপিল করেছেন আসামিদের আইনজীবীর। আগামী ২ নভেম্বর আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
 
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘কদিন আগে দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। তাজিয়া মিছিলের উপর হামলা করে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, আর টিআইবি বলেন- মনে রাখতে হবে, এদের বক্তব্যে গভীর ষড়যন্ত্র আছে।’
 
খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিতে যাওয়ার পর থেকে দেশে একের পর ঘটনা ঘটে চলছে- জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘চিকিৎসার নামে একজন নেত্রী লন্ডনে বসে আছেন, আর বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলছে। এর কারণ এবং অশুভ লণকে মনে রাখতে হবে।’
 
তিনি বলেন, ‘আমি জানি না, খালেদা জিয়া আজকে লন্ডনে তার ছেলের হাতে বন্দি কি না? খালেদা জিয়া এখন নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারছেন কি না, জানি না?’
 
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া