adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কক্সবাজারে ভুয়া মেজর গ্রেফতার

---------জামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজারের কলাতলীস্থ হোটেল অস্টার ইকো থেকে গোপন সংবাদের ভিওিতে ডিজিএফআই এর যৌথ অভিযানে বুধবার রাত ১২টার দিকে   এক ভুয়া মেজরকে গ্রেফতার করা হয়েছে। তার নাম  কাজী সালা উদ্দিন কাদের, বাবার নাম আবুল কাশেম, গ্রাম চট্রগ্রামের সাতকানিয়া থানার ধর্মপুর নামক স্থানে। 

ডিজিএফআই তথ্যসুএে জানা যায়, সে দীর্ঘদিন ধরে ডিজিএফআই এর মেজর পরিচয় দিয়ে,অনেককে বিমান,নৌ,সেনা বাহিনীতে  চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ডিজিএফআই এর লে. কমান্ডার জহিরুল ইসলামের নেতৃত্বে ডিজিএফআইয়ের চৌকস দল অভিযান চালিয়ে ভুয়া মেজরকে গ্রেফকার করে। জিজ্ঞাসাবাদে ভুয়া মেজর জানায়, সে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে ভয় দেখিয়ে,ব্যবসায়ীদের ফাঁদে ফেলে, চাকরির দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে,এমনকি কক্সবাজারে বিমান বাহিনীতে ৪ জনকে চাকরি দিবে বলে, টাকা লেনদেন করতে হোটেল অস্টার ইকোতে অবস্থান নেয়। জিজ্ঞাসাবাদ শেষে ভুয়া মেজর কাজী সালাউদ্দিনকে র‌্যাব ৭ এর হাতে তুলে দেওয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া