adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে গেইলের এক ম্যাচ ২৯ লাখ টাকা

GYLEক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) কেন্দ্র করে ঢাকা মাঠ কাঁপাতে আসছে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, সাঙ্গাকারাসহ বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা। এবারের আসরে বিদেশি খেলোয়াড়দের মধ্যে গেইল, আফ্রিদি আর সাঙ্গাকারার দিকেই বেশি নজর ক্রিকেট ভক্তদের। আগের দুই আসরে তাদের প্রিয় ক্রিকেটার কতো টাকা পারিশ্রমিক পেয়েছিলো, তা জানতে পারলেও এবার সেটা সম্ভব হয়নি।  
বিপিএলে বাংলাদেশি ৬ আইকন ক্রিকেটারের কে কতো টাকা পাচ্ছেন তা প্রকাশ হলেও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক কোনো ফ্রাঞ্চাইজি প্রকাশ করছে না। এবার বিপিএলে বিদেশি ক্রিকেটারদের  নিলাম পদ্ধতি না থাকার কারণে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি কোন খেলোয়াড়ের দাম সবচেয়ে বেশি। ফ্রাঞ্চাইজিরা ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতির বাইরেও পছন্দের বিদেশি খেলোয়াড় কিনে চুক্তিবদ্ধ করেছে। 
এবারের আসরে বরিশাল বুলসের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের  ওপেনার ক্রিস গেইলস। সিডিউল জটিলতার কারণে সব ম্যাচ খেলতে পারবেন না। বরিশাল বুরসের হয়ে পাঁচটি ম্যাচ খেলবেন তিনি। প্রতি ম্যাচে তাকে বাংলাদেশি টাকায় ২৯ লাখ টাকা দিতে হবে বলে বরিশাল বুলসের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। পাঁচ ম্যাচ খেললে তাকে দিতে হবে ১ কোটি ৪৫ লাখ টাকা।
অপরদিকে শ্রীলঙ্কার সদ্য অবসরে যাওয়া ক্রিকেটার কুমার সাঙ্গাকারা খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। প্রতি ম্যাচে তাকে দিতে হবে ১১ লাখ ৩০ হাজার টাকা। তিনি সবগুলো ম্যাচই খেলবেন। সেই হিসেবে তিনি ৮০ থেকে ৯০ লাখ টাকা পাবেন। সিলেট সুপার স্টার্সের হয়ে খেলবেন পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। সব ম্যাচে অংশ নিলে পাবেন ৭৫ লাখ টাকা। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া