‘পরিষ্কার হচ্ছে বিদেশি হত্যায় কারা জড়িত’
নিজস্ব প্রতিবেদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে দুই বিদেশি হত্যায় কারা জড়িত তা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। খুনিরা ছাড় পাবে না।
প্রধানমন্ত্রী আজ বুধবার পদ্মায় পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করার সময় দেয়া বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিদের ঠাই নেই। আমরা তাদের সংগঠিত হতে দেব না। রাজধানী গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যাকান্ডে “বড় ভাই” হিসাবে খ্যাত বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার এমএ কাইয়ুমের নাম উঠে আসার পর প্রধানমন্ত্রী একথা বললেন।
তবে খুনের পর পরই বিএনপির দিকে সন্দেহের আঙ্গুল ছিল শাসক দলের নেতাদের। এরই মধ্যে চার জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।