adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘স্থানীয় সরকার নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল নিবন্ধন দেবে না ইসি’

ec-thereport24নিজস্ব প্রতিবেদক : যাচাই-বাছাইয়ের জন্য পর্যাপ্ত সময় না থাকায় আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগে নতুন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন (ইসি)। তবে জাতীয় নির্বাচনের আগে সুবিধাজনক সময়ে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সুযোগ দেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান। এর আগে, তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য সময় খুবই কম রয়েছে। এই কম সময়ের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই করে শেষ করা যাবে না। জাতীয় নির্বাচনের আগে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিবন্ধনের আবেদন আহ্বান করি। এখন সে সময় নেই।’
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থন আগেও ছিল। শুধু দলীয় প্রতীক ছিল না। এখন সে বিষয়ে ফরমালাইজড করা হচ্ছে। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর সুযোগও রাখা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আইনের জন্য অপেক্ষা করছি। সরকার অধ্যাদেশ বা আইন যাই করুক না কেন আমরা বিধি সংশোধনের কাজ এগিয়ে রাখছি। কেননা, আইন হলে আমাদের ইমিডিয়েটলি রেসপন্স করতে হবে।’
স্থানীয় নির্বাচনে সহিংসতার বিষয়ে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই নির্বাচন হয়। কোথাও পুলিশ দেখি না। আমাদের এখানেই এমন হয়। তবে আশা করি এমন দিন আসবে আমরাও সহিংসতা ছেড়ে দেব। বিচারের শান্তিপূর্ণ পথ আছে। কারো মাথায় লাঠি মারার প্রয়োজন নেই। আমরা সেটা মোকাবেলার চেষ্টা করছি। এ জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া