adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তোফায়েল বললেন- টিআইবি বিএনপির অঙ্গ সংগঠন

Tofail-Ahmed-thereprot24নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন। বাংলাদেশ সচিবালয়ে শ্রীলংকার নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাশেকারার সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিআইবি কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা কীভাবে দাবি করেছে যে ‘সকল সমস্যা সমাধানের এক মাত্র পথ নির্বাচন’। এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। প্রতিষ্ঠানটি একটি গবেষণামূলক সংস্থা। তাদের কাজ গবেষণা করা। কেন তারা রাজনৈতিক কথাবার্তা বলে তা আমার জানা নাই।’
তিনি বলেন, ‘টিআইবি এ সংসদে কোরাম সংকটের বিষয়ে যে তথ্য দিয়েছে তা একেবারে অসত্য। বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন কোরাম সংকট ছিল। এখন তা নেই। তাই টিআইবিকে বিএনপি অঙ্গ সংগঠন বলা যায়।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘টিআইবির আগের কাজের ধরন, আর এখনকার কাজের ধরনের পার্থক্য এসছে। তারা আগে নির্বাচনের কথা বলত না, এখন তারা বলে। এতে বোঝা যায় তারা কাদের পক্ষে কথা বলে।’
নির্ধারিত সময়ের আগে নির্বাচন হবে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি আরও বলেন, ‘টিআইবি বাংলাদেশের উন্নয়নে কোনো প্রসংশা করে না। তাদের কাছ থেকে আমি কোনো প্রসংশামূলক কথা শুনিনি। বাংলাদেশের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রসংশা করলেও, টিআইবি করে না।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া