adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজকাহিনীর সাফল্যে খুশি জয়া

jaya ahsan pic_88215বিনোদন প্রতিবেদক : ১৬ অক্টোবর রাজকাহিনী ছবিটি মুক্তি পেয়েছে কলকাতার প্রোগৃহে। ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। ছবিটি মুক্তি পাওয়ার জন্য ২২ দিন কলকাতায় থেকে বুধবার রাতে দেশে ফিরেছেন জয়া।

কলকাতায় জয়ার অভিনীত প্রথম ছবিটি ছিল আবর্ত। পরিচালক অরিন্দম শীল। গত বছরের মার্চে ছবিটি মুক্তি পায়। তবে টালিউড পাড়া এখন সব আলোচনা রাজকাহিনীকে ঘিরে। ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে রাজকাহিনী ছবিটি নির্মিত।

রাজকাহিনী চলচ্চিত্রটি সম্পর্কে জয়া আহসান এক প্রতিক্রিয়ায় বলেন, ছবিটি প্রচুর জনপ্রিয়তা পাওয়ায় খুব ভাল লাগছে। দুর্গাপূজার সময় ছবিটি মুক্তি পাওয়ায় দর্শকদের আনন্দ বাড়তি মাত্রা যোগ করেছে।
জয়া আহসান ছবিটির প্রচারেও অনেক সময় ব্যয় করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রটির প্রচারকার্যে অংশ নেওয়াও চুক্তির একটা অংশ। আমাদের অনেক টেলিভিশন ও পত্রিকায় সাাৎকার দিতে হয়েছে।  ছবিটির প্রথম প্রিমিয়ার হয় কলকাতা আইম্যাক্স সিটিতে। আমি সেখানেই প্রথম ছবিটি দেখি।

চলচ্চিত্রটিতে রুবিনা নামে একটি চরিত্রে অভিনয় করেন জয়া। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ছবিটির মূল কাহিনী এগারো জন পতিতাকে ঘিরে। তার মধ্যে আমি একজন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রুবিনা চরিত্রটি ফুটিয়ে তুলতে।

নতুন কাজ সম্পর্কে জয়া বলেন, হাতে দুটি কাজ আছে। পরিচালক সাইফুল ইসলাম মাননুরের ‘পুত্র’ ছবির কাজটি খুব শীঘ্রই শুরু হচ্ছে। আর হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’ নিয়ে আকরাম খান একটি ছবি তৈরি করবেন। সেই ছবিতেও কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া