adv
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখ বললেন – বড্ড মিস করি কাজলকে

.kajolবিনোদন ডেস্ক : অনস্ক্রিনে বন্ধুত্বের সংজ্ঞাই বদলে দিয়েছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং কাজল। বন্ধুত্বের কেমিস্ট্রি ধরা পড়ে তাদের অভিনীত চরিত্রগুলোতেও।

পাঁচ বছর পরে ফের রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ দিয়ে পর্দায় ফিরছেন জনপ্রিয় এই জুটি।

শাহরুখ বলেন, ‘আমি কাজলকে প্রত্যেকটা ছবিতে মিস করি। আমরা সকলে অনেক অভিনয় করতে চাই, অনেক টাকা উপার্জনের তাগিদ থাকে আমাদের। কিন্তু কাজল একদম অন্য রকম। ও এত কিছু ভাবে না। বেছে বেছে চরিত্র করে। সেজন্য দর্শক হিসেবে আমরা ভাগ্যবান।’

‘বাজিগর’ দিয়ে শুরু শাহরুখ-কাজলের জার্নি। এরপর ‘ডিডিএলজে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। সে সময় নাকি আমির খান কাজলের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সে পরিকল্পনা ভেস্তে দেন শাহরুখ। আমিরকে তিনি জানিয়েছিলেন, ‘‘কাজল অত্যন্ত বাজে। কোনও ফোকাস নেই। তুমি ওর সঙ্গে কাজ করতে পারবে না।”
কিন্তু শুটিং সেরে ফিরে আমিরকে শাহরুখ জানিয়েছিলেন, আমি জানি না ওর মধ্যে কী আছে। অনস্ক্রিন ম্যাজিক জানে কাজল।

এখনও সেটে নাকি কাজল এত কথা বলেন যে তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন শাহরুখ! শাহরুখের মেয়ে মেয়ে সুহানাও কাজলের মতো অভিনেত্রী হতে চায়। সব মিলিয়ে কেরিয়ারে দীর্ঘদিনের বন্ধু কাজলকে এখনও অনস্ক্রিন খুব মিস করেন শাহরুখ। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া