adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপের ভয়ে বাড়িছাড়া কয়েকটি পরিবার

snakeডেস্ক রিপোর্ট : বিশাল আকৃতির সাপের ভয়ে কয়েকটি পরিবার বাড়িছাড়া হওয়ার পর সাপুড়ে এসেও সেই সাপ ধরতে ব্যর্থ হয়ে চলে যায়। এরপর স্থানীয়রা জোট বেঁধে সাপ তিনটি মারতে সমর্থ হলেও এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর মোড়ে আফজাল হোসেনের বাড়িতে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে আফজালের বাড়ির রান্নাঘরের সামনে একটি বিশাল আকৃতির সাপ দেখা যায়। বাড়ির লোকজন সরে এসে স্থানীয় সাপুড়ে নবীনকে খবর দিলে সে এসে তা জ্যান্ত ধরার সাহস না পেয়ে সরে যায়। উপায় না পেয়ে স্থানীয় লোকজন লাঠি, টেটা ইত্যাদি দিয়ে সাপটি মেরে ফেলতে সমর্থ হয়। এর কিছু পর একই ধরনের আরোও দু’টি সাপ ঘটনাস্থলে আসে। গ্রামবাসী সেগুলোকেও মেরে ফেলে।

আফজাল হোসেন জানান, প্রতিটি সাপ প্রায় ৮ ফুট লম্বা। এলাকায় এ ধরনের আরোও সাপ থাকার আশংকায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে। প্রাণী বিজ্ঞান বিষেশজ্ঞ মুশফিকুর রহমান জানান, পাহাড়ী অঞ্চলে বসবাসকারী মারাত্মক বিষাক্ত এ সাপের বৈজ্ঞানিক নাম ‘ব্ল্যাক মাম্বা’। ফনা ছাড়া এ সাপ ৩/৪ ফুট উচু হয়ে দাঁড়াতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া