adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের হয়ে লড়বে দু’ভাই

TAMIMক্রীড়া প্রতিবেদক : বিপিএলের তৃতীয় আসরে বিদেশি খেলোয়াড় কেনায় দারুণ বাজিমাত করেছে চট্টগ্রাম ভাইকিংস। টি-২০ ক্রিকেটের সাবেক নম্বর ওয়ান বোলার সাঈদ আজমলকে দলে ভিড়িয়েছে আগেই। আইকন ফ্লেয়ার হিসেবেও পেয়েছেন ঘরের ছেলে তামিম ইকবালকে। সেইসঙ্গে বোনাস হিসেবে আছে নাফিস ইকবালও। তাই এবারের আসরে দুই ভাই নাফিস ও তামিম ইকবাল খেলছেন একই দলে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজি ‘চিটাগাং কিংস’এর হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। পরের আসরে দুরন্ত রাজশাহীর হয়ে। তামিম আগেই বলেছিলেন, ‘প্রত্যেকেই নিজের অঞ্চলের দলের হয়ে খেলতে চায়। যে ঢাকার সে স্বাভাবিকভাবেই ঢাকার হয়ে খেলতে চাইবে। আমি চট্টগ্রামের হয়ে খেলতে চাই। তবে দিন শেষে আমরা সবাই পেশাদার এবং জায়গা যেখানেই হোক আমরা সেখানে খেলব। আমরা যেখানেই খেলি সেখানেই আমাদের ভালো করার চেষ্টা করতে হবে।
যতটা পেশাদারই হন না কেন। বুকের বাম পাশটায় কোথায় যেন খানিকটা টান থেকেই যায়। আর সেই টানটা থেকে এবার ভালোভাবেই উৎরে গেলেন। নিজের পছন্দমত দলও পেয়ে গেলেন তিনি।
চট্টগ্রাম ভাইকিংসের হয়ে আরো যারা বিপিএলের তৃতীয় আসর মাতাবেন তারা হলেন- দেশি ক্রিকেটার: তামিম ইকবাল (আইকন), তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, ইলিয়াস সানী, নাঈম ইসলাম, ইয়াসিন আলি, এনামুল হক জুনিয়র
বিদেশি ক্রিকেটার: জীবন মেন্ডিজ (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান), রবিন পিটারসেন (দক্ষিণ আফ্রিকা)


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া