adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গয়েশ্বরের বাড়িতে মেজর আখতার

52_87831নিজস্ব প্রতিবেক : শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কেরানীগঞ্জের বাড়িতে গিয়েছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব:) আখতারুজামান।

বৃহস্পতিবার সকালে তিনি গয়েশ্বর চন্দ্রের বাড়িতে যান। নিজ ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে মেজর আখতার একথা জানান। ফেসবুকে তিনি লেখেন, আজ সারাদিনে ছয় হাজারেরও বেশি ভক্তবৃন্দ দেবীর পায়ে শ্রদ্ধা জানিয়েছেন। বাবুর অনেক সমর্থকের সঙ্গে দেখা হল। সুন্দর পরিবেশ। খুব ভালো লাগলো।

তিনি আরও জানান, দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
আজ বিজয়া দশমী হলেও ভক্ত ও দর্শনার্থীরা সারাদিন রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যেতে পারবেন। পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতিমা বিসর্জন হবে কাল শুক্রবার।
আজই মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী, ফিরবেন কৈলাশে। তিথির ফেরে গতবারের মতো এবারও নবমী ও দশমী আজ একইদিনে। শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে।
শুক্রবার বিকালে ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গন থেকে বিজয়ার শোভাযাত্রা বের হবে। এই শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোতসব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া