adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাদের সিদ্দিকীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রোববার আপিল করবে ইসি

ec_logo_new_sm_473374205নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে হাইকোর্টের রায়ের একদিন পর এর বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার ইসির আইন শাখার দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আগামী রোববার অথবা সোমবার আপিল করা হবে।

গত ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন কাদের সিদ্দিকী। তবে তা খারিজ হয়ে যায়। 

এরপর মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যান তিনি। এতে বুধবার (২১ অক্টোবর) রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে দেন হাইকোর্ট। এর ফলে নিজের ভাই লতিফ সিদ্দিকীর পদত্যাগের পর শূন্য হওয়া টাঙ্গাইল-৪ আসনে কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়। যার বিরুদ্ধে আপিলে যাচ্ছে ইসি। এদিকে আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া