adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় না.গঞ্জে ৬ জনের মৃত্যু

trak_87687 ডেস্ক রিপোর্ট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি  সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ ছয়জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ও সকালে এই ঘটনা ঘটে। নিহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরাফত উল্লাহ জানান, ভোরে সাইনবোর্ড এলাকায় রাস্তার পাশ থেকে সিএনজি চালকসহ চারজনের লাশ উদ্ধার করা। তারা সবাই পুরুষ। এদের মধ্যে সিএনজি চালক সাগর ও যাত্রী মিন্টুর পরিচয় পাওয়া গেছে। অপর দুইজনের পরিচয় শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, সিএনজি অটোরিকশাকে অজ্ঞাত বাস অথবা ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ চারজন মারা যান।

এদিকে সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় পথচারী অজ্ঞাত একজনকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।


অন্যদিকে রাত ১২টার দিকে মহাসড়কের শিমরাইল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মমিনুল হক নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া