adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেহাই পাচ্ছে না ভাতিজা -মামলার নির্দেশ

mamla news_87598_100797নিজস্ব প্রতিবেদক : বেপরোয়া গাড়ি চালিয়ে চারজনকে আহত করার ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা.এইচ বি এম ইকবালের ভাতিজা ফারিজ রহমানের বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি হাসান আরিফ ও ইকবাল কবীরের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।

গত সপ্তাহে রাজধানীর গুলশানের ১৪ নম্বর সড়কে কার রেসিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটান ডা. ইকবালের ভাতিজা ফারিজ রহমান।

এদিকে দুর্ঘটনার এতোদিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি।

এমপির পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় কেউ মামলা করতে চাচ্ছেন না বলে জানা গেছে। অন্যদিকে মামলা না নিয়ে বিষয়টি ‘আপোষ রফা’র চেষ্টার অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের দাবি, থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবেন।

তবে ওই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ এমপির ভাতিজাকে নিরাপদে বাসায় পৌঁছে দিচ্ছে এমন ছবি সমালোচনার ঝড় তুলে। গণমাধ্যমেও সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া