adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

news_img (1)ডেস্ক রিপোর্ট : টানা ৩ দিন পতন শেষে ১৯ অক্টোবর সোমবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বাড়লেও একই রয়েছে সিএসইতে।

ঢাকা স্টক এক্সচেঞ্জেই (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেই (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর বুধবার ও ১৫ অক্টোবর বৃহস্পতিবার ও ১৮ অক্টোবর রোববারও পুঁজিবাজারে দরপতনে শেষ হয়েছিল লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ৩শ' ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৪ কোটি ৯০ ল টাকা বা ৮ দশমিক ০১ শতাংশ বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৩১০ কোটি ৮৯ ল টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
 সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৩ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সসরিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, গ্রামীণফোন, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টি কোম্পানির, দর কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া