adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Yabaডেস্ক রিপোর্ট : জেলার টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। 

আজ ১৭ অক্টোবর শনিবার ভোর রাতে টেকনাফ নাফ নদীর সাড়ে ৩ নম্বর স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি জওয়ানরা। তবে পাচারকারীরা এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে সীমান্তের নাফ নদী হয়ে ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি জওয়ানরা নাফ নদীর সাড়ে ৩ নং স্লুইস গেইট এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তায় মোড়ানো ইয়াবার পোটলা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করে তাতে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। উদ্ধার ইয়াবা বিজিবি টেকনাফ সদর দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া