adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বিতর্কিত ড্যান্স বার আবার খুলছে

DANCEআন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্য এবং এর রাজধানী মুম্বাইয়ে ড্যান্স বার বন্ধ রাখার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা স্থগিত করেছেন দেশটির সুপ্রীম কোর্ট। ফলে নতুন করে এ সব বার খুলতে যাচ্ছে।
উল্লেখ্য, ২০০৫ সালে মহারাষ্ট্র সরকার প্রথম বার বন্ধের আইন পাস করে। অভিযোগ করা হয়, এ সব বারের কারণে তরুণসমাজ দুর্নীতি ও অপরাধে জড়িয়ে পড়ছে। সেই সঙ্গে পতিতাবৃত্তির প্রসার ঘটছে। কিন্তু ২০০৬ সালে হাইকোর্ট ওই আইনকে অবৈধ ঘোষণা করেন।
এর পর মহারাষ্ট্র সরকার সুপ্রীম কোর্টে আপিল করে। তখন আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বারগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। ২০১৩ সালে সুপ্রীম কোর্ট বারগুলো খোলার অনুমতি দেয়। মহারাষ্ট্র সরকার গত বছর আবারও আগের আইন সংশোধন করে বারগুলো বন্ধ করে দেয়।
কিন্তু বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের সুপ্রীম কোর্ট মহারাষ্ট্র সরকারের আইন আবারও বাতিল করেন। সেই সঙ্গে বারগুলো পুনরায় খোলার অনুমতি দেন। তবে সর্বশেষ নির্দেশনায় আদালত বলেছে, ড্যান্স বারে কোনো অশ্লীল ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণ করবে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা আরোপের আগে রাজ্যের প্রায় ১,৪০০ ড্যান্স বারে এক লাখের বেশি নারীর কর্মসংস্থান হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া