adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাউদ ইব্রাহিমের সম্পত্তি চিহ্নিত ব্রিটেনের ১৫ স্থানে

DawoodIbrahiআন্তর্জাতিক ডেস্ক : ১২ থেকে ১৪ নভেম্বর- তিন দিনের সফরে ব্রিটেন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে তিনি ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলবেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিয়ে। তাই আসন্ন ব্রিটেন সফরের আগেই ব্রিটেনে ডন দাউদের সম্পত্তির তালিকা তৈরি করেছে ভারত সরকার। খবর জি নিউজের।

খবরে বলা হয়, ব্রিটেনে অন্তত ১৫টি জায়গায় সম্পত্তি রয়েছে দাউদের। তালিকার একবারে শীর্ষে রয়েছে সেন্ট জন উড রোড। লন্ডনের এই জায়গায় রয়েছে দাউদের একটি ঢাউস গ্যারেজ। এখান থেকেই দাউদ অ্যান্ড কোম্পানি তাদের বেআইনি কাজ চালায়।

এ ছাড়া এই মাফিয়া ডনের সম্পত্তি রয়েছে হার্বার্ট রোড, রিচমন্ড রোড, ডার্টফোর্ট হোটেল, টমসউড রোড, রোহাম্পটন হাই স্ট্রিট, ল্যান্সলট রোড, থার্টন রোড, এসেক্স, শেফার্ডস গার্ডেন, গ্রেট সেন্ট্রাল অ্যাভিনিউ, সেন্ট সুইদিন্স লেন, রোহেম্পটন হাই স্ট্রিট, উডহাউস রোড ও রিচমন্ড রোডে।

এসব জায়গায় রয়েছে দাউদ ইব্রাহিমের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিংবা হোটেল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া