adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরাকান আর্মির নেতা রেনিন সোকে আটক

ERAKANডেস্ক রিপোর্ট : রাঙ্গামাটিতে আরাকান আর্মির কথিত নেতা ডা. রেনিন সোকে আটক করেছে যৌথবাহিনী।
রাজস্থলী উপজেলার ইসলামপুর জামতলা আদর্শ নতুনপাড়া থেকে মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়।
রাজস্থালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল্লাহ সরকার জানান, যৌথবাহীনির অভিযানে মঙ্গলবার মধ্যরাতে আরাকান আর্মি নেতা ডা. রেনিন সোকে আটক করা হয়। রাজস্থলী উপজেলায় পুলিশের করা দু’টি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ডা. রেনিন সো। এর আগে রাজস্থলীতে ডা. রেনিন সোয়ের বাড়িতে অভিযান চালিয়ে মং ইয়াং রাখাইন নামে তার এক সহকারীকে আটক করে যৌথবাহিনী। পরে বাড়ির দুই কেয়ারটেকারকেও আটক করা হয়। এদের মধ্যে মং ইয়াং রাখাইন ও বাড়ির একজন কেয়ারটেকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আটক তিনজনই জেলহাজতে।
তিনি আরও জানান, আটক রেনিন সোকে রাজস্থলী থানায় রাখা হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাকে বুধবার রাঙ্গামাটি আদালতে আনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া