adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ হাজার অসহায় পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে

2015_09_22_13_31_21_JstuD1mlGtdpr8xWgpG73aX1Kjzq8x_originalনিজস্ব প্রতিবেদক : পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে সরকারি উদ্যোগ নেয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ১০ হাজার অসহায় পরিবারকে বাসস্থান দিচ্ছে সরকার। এজন্য গুচ্ছগ্রাম-২ নামে ২৫৮ কোটি ২৯ লাখ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। সেইসঙ্গে আরো ৬টি বিভিন্ন প্রকল্পসহ মোট ৭ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেক বৈঠকে।  

মঙ্গলবার শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকের একনেক বৈঠকে ৭ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ২ হাজার ৬৫৮ কোটি ৬৩ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ১৫৩ কোটি ৯২ লাখ। প্রকল্প সাহায্য ৫০৪ কোটি ৭১ লাখ টাকা।’

গুচ্ছগ্রাম প্রকল্প নিয়ে পরিকল্পমন্ত্রী বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া। এর পরিপ্রেক্ষিতে ২৫৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে গুচ্ছগ্রাম-২ (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন) নামে একটি ঐতিহাসিক প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ১০ হাজার অসহায় পরিবারকে আশ্রয় দেয়া হবে।’

তিনি বলেন, ‘এর আগে গুচ্ছ গ্রাম-১ নামে আরেকটি প্রকল্পের কাজ চলমান আছে। ওই প্রকল্পের আওতায় ৮৩ হাজার ১৫২টি পরিবারের বাসস্থানের বব্যস্থা করা হয়েছে। গুচ্ছ গ্রাম-২ প্রকল্পটি ২০২০ সালের মধ্যে ভূমি মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।’

অনুমোদন প্রাপ্ত অন্য প্রকল্পগুলো হলো: রাজধানীর বেইলী রোডে মন্ত্রীদের আবাসিক ভবন নির্মাণ (মিনিস্টার্স এ্যাপার্টমেন্ট -৩) প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে ১১৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে প্রকল্পে প্রথমে ১৫ তলা ভবন নির্মাণ করার কথা থাকলেও ৬ তলা ভবন নির্মাণ করা হবে বলে ব্যয় কিছুটা কমে যেতে পারে।

ঢাকাস্থ মিরপুরের ৬ নং সেকশনে সরকারি কর্মচারীদের জন্য ১ হাজার ৬৪টি ফ্লাট নির্মাণ প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে ৮৫২ কোটি ৩৯ লাখ ব্যয় করা হবে।‘এ্যাস্টাব্লিসমেন্ট অব নাইনটি নাইন কমপোজিট ব্রিজ ফর সেফটি এন্ড সিক্রুরিটি অব পদ্মা মাল্টিপারপাস প্রজেক্ট’ এতে ব্যয় করা হবে ৯৫০ কোটি টাকা। ৬০২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ‘মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। ‘খুলনা রুপসা শ্রীফলতলা –তেরখাদা সড়ক (জেড ৭৪১) উন্নয়ন প্রকল্প, এই প্রকল্প বাস্তকবায়নে মোট ব্যয় ধরা হযেছে ৪৫ কোটি ৩০ লাখ টাকা। এছাড়া চট্টগ্রামের নাজিরহাট উপজেলার সড়ক উন্নয়নে ‘মাইজভান্ডার সড়ক উন্নয়ন প্রকল্প (জেড-১৬২০)’ নামে ৩৫ কোটি  ৮১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া