adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদি আরবে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৯২

mina_86752ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এখন নিখোঁজ আছেন ৮০ জন।  

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত জানান, নিহত হাজিদের মধ্যে ৭৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ৫৫ জনের লাশ সৌদি আরবেই দাফন করা হয়েছে। যেসব লাশ দেখে পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না তাদের ডিএনএর সঙ্গে আত্মীয়দের ডিএনএ মিলিয়ে পরিচয় নিশ্চিত করছে সৌদি সরকার।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিখোঁজ হাজিদের সৌদি আরবে থাকা নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা দিতে অনুরোধ করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বরের এই দুর্ঘটনায় এক হাজারের বেশি হাজি নিহত হয়েছেন। এর মধ্যে ইরানি হাজির সংখ্যা বেশি। দেশটি এ ঘটনায় সৌদি আরবের অব্যবস্থপনাকে দায়ী করেছে। তবে বাংলাদেশসহ অন্যান্য মুসলিম দেশ এ ঘটনায় সমবেদনা ও শোক জানালেও সৌদি আরবকে দোষারোপ করেনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া