adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

শামীম হোসেন : আগামী নভেম্বরে ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসছে টিম জিম্বাবুয়ে। সফরে তারা টাইগারদের বিপক্ষে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিরিজের প্রাকসময়সূচি প্রকাশ করেছে। 
ওই সূচি অনুযায়ী আফ্রিকার দলটি ১ নভেম্বর বাংলাদেশে পৌঁছবে। ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ৬ নভেম্বর দ্বিতীয়টি। আর ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডে সিরিজের পর দুদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ১১ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখী হবে দু’দল। এরপর ১৩ নভেম্বর দ্বিতীয় ও ১৫ নভেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বিপিএলের কারণে একটি টি-টোয়েন্টি ম্যাচ কমে যেতে পারে।
এর আগে আগামী বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে পূর্বনির্ধারিত সিরিজ ছিল বাংলাদেশের। কিন্তু অস্ট্রেলিয়া তাদের বাংলাদেশ সফর স্থগিত করার পর আগামী নভেম্বরে বাংলাদেশে আসতে জিম্বাবুয়েকে প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূত্র : বিডিক্রিকেটটিম ডটকম

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া