adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পরাজয়ের দায়ভার শুধু ধোনির একা নয় : গাভাস্কার

1444593970স্পোর্টস ডেস্ক : দণি আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের ৫ রানে হারটা এখনও বিশ্বাস করতে পারছেন না। তবে তার জন্য বিশেষ কারও ওপর দোষ চাপাতে নারাজ সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর তো নয়ই।

গাভাস্কারের বক্তব্য, ‘আসল কথা হল দণি আফ্রিকার বডি ল্যাঙ্গুয়েজ। অত্যন্ত ইতিবাচক ছিল গোটা ম্যাচে। তাই বিশেষ কোনও ভারতীয় ক্রিকেটারের ঘাড়ে হারের দায় চাপানোটা কঠিন।’ আলাদা করে ধোনির কথা তুলে গাভাস্কার বলেন, ‘আমাদের দেশে এটা সবসময় হয় যে, দল হারলেই কাউকে বলির পাঁঠা করা হয়। আর জবাই করার জন্য ক্যাপ্টেনের থেকে উপযুক্ত আর কে হতে পারে? কিন্তু একা ধোনিকে দায়ী করাটা ঠিক নয়।’

হারের ব্যাখ্যা গাভাস্কারের কাছে এরকম, ‘আমাদের লোয়ার অর্ডার খুব অনভিজ্ঞ। ব্যাটিং অলরাউন্ডার বলতে যা বোঝায়, তা লোয়ার অর্ডারে নেই।’ বিরাট কোহলিকে চার নম্বরে নামানো হয়েছে এই ম্যাচে। গাভাসকার আরও একবার বলেন, ‘কাউকে কোনও ম্যাচে ব্যাটিং অর্ডারে নিচে নামানো যেতেই পারে। কিন্তু আমার মনে হয় কোহলির আদর্শ জায়গা হল তিন নম্বর।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া