adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদের প্রশ্ন -কূটনীতিক পাড়ায় বিজিবি মোতায়েন কিসের লক্ষণ

2015_09_06_17_25_54_4Bfg3ayrRjl49goyOMwuKQhch0NDbu_originalনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘ইতালি ও জাপানি নাগরিক হত্যার ঘটনায় বিদেশিরা যে ‘রেড এলার্ট’ দিয়েছে তা জাতির জন্য লজ্জাকর।’

রোববার দলের বনানী কার্যালয়ে রংপুর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‘কূটনীতিক পাড়ায় যে বিজিবি মোতায়েন করা হয়েছে সেটা কিসের লক্ষণ? এতে কী মানুষের মনে শান্তি ফিরে এসেছে ? মানুষের মধ্যে শান্তি নেই’- মন্তব্য করেন এক সময়ের এই স্বৈরাচার। 

এরশাদ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। মানুষ গণতন্ত্রের কথা বলতে পারে না। আমরা ‘আইয়্যামে জাহেলিয়ার’ যুগে বাস করছি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আগামীতে যে নির্বাচন হবে জাতীয় পার্টি তাতে এককভাবে অংশ নেবে। প্রত্যেকটি আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে। সে জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’

এরশাদ বলেন, ‘কেউ আমাদের বন্ধু না। আমাদের বন্ধু আমরাই। দুর্বলের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। আমরা সবল হলে সবাই আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে। এখন সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। অন্যদের মধ্যে এরশাদের ভাই জিএম কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রমুখ বক্তৃতা করেন। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া